দুখু মিয়া

মাহবুব-এ-খোদা | বুধবার , ২৫ মে, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

পশ্চিমবঙ্গ বর্ধমানের
চুরুলিয়া গ্রাম,
একটি শিশু জন্ম নিলো
দুখু মিয়া নাম।
দারিদ্রতায় পড়ালেখা
হয়নি বেশি দূর,
লেটোর দলে বাল্যকালে
সাম্যের তুলে সুর।
গল্প ছড়া গান রচনায়
বিশ্ব করলো জয়,
প্রতিবাদী লেখনীতে
ব্রিটিশ পেল ভয়।
সাহিত্যের এক অনন্য ফুল
লিখে গেলেন সবই,
বিশ্বজুড়ে পাই না খুঁজে
তাঁর মতো যে কবি।

পূর্ববর্তী নিবন্ধবিদ্রোহী
পরবর্তী নিবন্ধএকটি কবি