একটি কবি

শাহীন খান | বুধবার , ২৫ মে, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

একটি কবি প্রাণটি খুলে গান লেখেন
সেই গানেতে স্বপ্নলোকের প্রাণ দেখেন
কাব্য লেখেন অকাতরে নিত্যদিন
বুকের মাঝে বাজে কি যে নৃত্য বীণ।

একটি কবি গজল লেখেন সুরটি দেন
সেই সুরেতে ঢেলে মধু গুড়টি দেন
মনের কোকিল কুহু স্বরে গায়রে গান
মরা বুকে সে সুর শুনে পায়রে প্রাণ।

একটি কবি শেকল ভাঙেন জেল থেকে
মুক্তি পেলেন জুলুমবাজীর খেল থেকে
ফুটিয়ে দিলেন সবার মাঝে ফুল তিনি
কোন সে জনা? নজরুল তিনি।

পূর্ববর্তী নিবন্ধদুখু মিয়া
পরবর্তী নিবন্ধসেই ছেলেটি