বিদ্রোহী

সরোয়ার রানা | বুধবার , ২৫ মে, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

বিদ্রোহী কবিতার
ছিল বুলবুল
তিনি হলেন আমাদের
প্রিয় নজরুল।

তার কথা যাদুমাখা
বুকে আনে বল
জাগরণী সংগীত
চল চল চল।

অগ্নিবীণার সুরে
খুন করে খেলা
জীবনের বাঁকে বাঁকে
পেলেন অবহেলা।

আগুনে জ্বলে হলেন
একদম খাঁটি
তাকে পেয়ে গর্বিত
বাংলার মাটি।

পূর্ববর্তী নিবন্ধতুমি বিদ্রোহী নজরুল
পরবর্তী নিবন্ধদুখু মিয়া