দিন দিন বাড়ছে পথশিশু আর বেড়েই চলেছে তাদের মাদকাসক্তি

আল ওমায়ের সাকিব | মঙ্গলবার , ৬ ডিসেম্বর, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

রাস্তায় বের হলে ফুটপাতের নিচে অথবা রাস্তার আশেপাশে আমরা দেখতে পায় পথশিশু। এই পথশিশুদের কারও আছে স্বজন আর কারও থেকেও নেই। সারাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই পথশিশু। বিশেষ করে (৫-৯) পাঁচ থেকে নয় বছর বয়সী পথশিশুরা মাদকাসক্তিতে জড়িত। এভাবে একটি গোষ্ঠীকে পিছিয়ে রেখে কখনো একটি দেশ এগিয়ে যেতে পারেনা।

শুধু তা নয় যারা আজকে মাদকাসক্ত তারা আগামীতে হবে মাদক ব্যবসায়ী এতে করে আরো হুমকিস্বরূপ হয়ে থাকবে আমাদের সমাজ ও দেশের জন্য। সুতরাং এদের পুনর্বাসনের পদক্ষেপ নিতে হবে রাষ্ট্রকে। পিছিয়ে যাওয়া পথশিশুদের নিয়ে পুনর্বাসন না করলে দেশে আরো বাড়তে থাকবে রমরমা মাদক ব্যবসা।

নিয়তির কারণে তারা আজ পথশিশু, সঠিক গাইডলাইন এর অভাবে তারা আজ ডুবে থাকে মাদকের রাজত্বে। পথশিশু নিয়ে কাজ করা একটি সংগঠনের আর্টিকেল পড়ে জানতে পারি ঢাকায় প্রায় ১০ লাখ পথশিশুর ৮০ থেকে ৮৫ ভাগই মাদকাসক্ত।

একবার ঠাণ্ডা মাথায় ভাবুন কতটা ভয়াবহ হয়ে উঠছে। সুতরাং আমি মনে এখুনি রাষ্ট্রকে এটা নিয়ে ভাবতে হবে করতে হবে পথশিশুদের পুনর্বাসন। এতে করে পিছিয়ে থাকা এসব পথশিশুদের ফিরিয়ে এনে সুন্দর আগামীর বাংলাদেশ গড়া সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধপটিয়াকে জেলা ঘোষণার দাবি
পরবর্তী নিবন্ধ২২০০ কোটি টাকায় সৌদি ক্লাবে রোনালদো