দিনে শনাক্ত কমলেও তিনশ’র উপরে

| রবিবার , ১৯ জুন, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

গত ১৫ দিন ধরে বাংলাদেশে কোভিড রোগীর সংখ্যা বাড়লেও আগের দিনের চেয়ে তা কমেছে গতকাল, তবে শনাক্ত রোগীর সংখ্যা তিনশ’র উপরই রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর শনিবার ৩০৪ জন রোগী শনাক্তের খবর দিয়েছে। গত শুক্রবার ৪৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।

অর্থাৎ শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে ১২৯ জন কমেছে। খবর বিডিনিউজের। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৪ শতাংশ, যা আগের দিন ছিল ৬ দশমিক ২৭ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৫ হাজার ৭৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর আসেনি।

ফলে মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩১ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৪৭ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৫ হাজার ৭৫৮ জন সুস্থ হয়ে উঠলেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১২২টি নমুনা পরীক্ষা করে ৩০৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে ২৮০ জনই ঢাকার বাসিন্দা। এর বাইরে চট্টগ্রামে ১২ জন, কঙবাজারে ৮ জন, গাজীপুরে ২ জন এবং সিরাজগঞ্জ ও সিলেটে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুরবানী ও সামাজিক ধারণা
পরবর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের বি.এড পরীক্ষা স্থগিত