অর্থনৈতিক সংকটে শ্রমজীবীরা দুর্বিষহ দিনাতিপাত করছে : নোমান

আজাদী প্রতিবেদন

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকারের অপশাসন, দুর্নীতি, লুটপাট ও মূল্যস্ফীতির কারণে চলমান অর্থনৈতিক সংকটে সবচেয়ে বেশি অসহায় ও দুর্বিষহ দিনাতিপাত করছে শ্রমজীবী মানুষ। শ্রমিকের পরিবারে এখন হাহাকার চলছে। সরকার এই দুঃসময়ে শ্রমিকদের পাশে নেই। সরকারি কর্মচারীরা বিভিন্ন সময় সংকটকালে প্রণোদনা পায় অথচ শ্রমিকদের জন্য কোনো প্রণোদনা নেই। বর্তমান পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে শ্রমিক সমাজকে ভোট ও ভাতের অধিকারের জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করতে হবে।

বুধবার (১ মে) বিকাল ৩টায় নগরীর নুর আহমদ সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম

উদ্দীনের সভপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আবু সুফিয়ান। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা একরামুল করিম, এম এ হালিম, অ্যাডভোকেট আবদুস সাত্তার, এস এম সাইফুল, এস কে খোদা তোতন, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, আবদুল মান্নান, আহমেদুল আলম রাসেল, আনোয়ার হোসেন লিপু, শ্রমিকদল নেতা আবদুল বাতেন, শ ম জামাল, ইদ্রিস মিয়া, শফি চেয়ারম্যান, শাহনেওয়াজ, মোতালেব চৌধুরী, মোহাম্মদ হারুন, গাজী আইয়ুব, জাফর আহমদ, শফিকুল আলম, আবু বক্কর, রফিক আহমদ, অ্যাডভোকেট ইকবাল প্রমুখ।

ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার সারাদেশকে কারাগারে পরিণত করেছে। বিএনপি নেতাকর্মীদের নামে হাজার হাজার ‘গায়েবী মামলা’ দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। এই দুঃসহ গরমে বিএনপির নেতাকর্মীরা কারাগারে অমানবিক অবস্থায় জীবন যাপন করছে।

পরে আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি র‌্যালি বিএনপি অফিস থেকে শুরু হয়ে রিয়াজউদ্দিন বাজারের আমতল মোড়ে গিয়ে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধকাভার্ড ভ্যানের কড়া ব্রেক দুর্ঘটনায় কয়েকটি গাড়ি
পরবর্তী নিবন্ধধান ক্ষেত পাহারারত তিনজনকে রাতে অপহরণ, সকালে উদ্ধার