দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন নিয়ে আলোচনা

| বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের উদ্যোগে গত মঙ্গলবার দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে দুই দশক পূর্তি ও রিইউনিয়নের আয়োজন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেষে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল করিম ও সিনিয়র শিক্ষক ওসমান গনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন মেজর সরওয়ার জাহান, মো. জাবেদ, হোসেন রুবেল, মো. মহিউদ্দিন রনি, এস কে সাগর, নূর মোহাম্মদ হেলাল, আব্দুল আওয়াল সালাউদ্দিন, দীপক কুমার দাস, রবিউল হোসেন রনি, মো. জাবেদ হোসেন, মো. জসীম উদ্দীন, মো. মহিউদ্দিন, মো. মঞ্জু, মো. মনির আলম, মো. আসাদুল ইসলাম, মো. নুরুল ইসলাম, মো. জামশেদ, আইনুল করিম, রাকেশ কর প্রমুখ। সভায় আগামী মাসে সম্ভাব্য রিইউনিয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধলাল বানরের ক্লোন তৈরি করলেন চীনের বিজ্ঞানীরা