তোমরা আমায় ছাড়ো

শিবুকান্তি দাশ | বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৭:৫০ পূর্বাহ্ণ

সকাল বেলা বই নিয়ে যেই পড়তে বসে গেলাম
জানলা দিয়ে হাত বাড়ায় রোদ,
বলল তোকে পেলাম
হি হি করে হেসে উঠে এক জোড়া টুনটুনি
প্রজাপতি বলল এসে গান ধরো তো শুনি ।

ব্যাগটা কাঁধে ঝুলিয়ে যখন ঘরের বাহির হই
আমায় নিয়ে পাড়ায় পাড়ায় কি যে হইচই
আছে আমার তাড়া
হলদে পাখি ডাক দিয়ে কয় আমিও যাচ্ছি দাঁড়া।

এমন সময় হাওয়া এসে ফিসফিসিয়ে বলে
দখিন বিলের সবুজ ঘাসে শিশির কণা জ্বলে
গঙ্গাফড়িং নাচ দেখাবে দেখবে যদি এসো
তুমিও যদি মেশো।

কেউ শুনে না আমার কথা বোঝে না কেউ কিছু
যাচ্ছি আমি কোচিং সেন্টার
সবাই আমার পিছু
এত করে বলছি আমার পরীক্ষাটা সামনেই
সময় নষ্ট করা এখন মোটেই আমার কাম নেই ।

হতে হবে বড়
মা বলেছেন ডাক্তার হবো বাবার কথাও ধরো
জ্ঞানী গুনী হতে হবে বিশ্বসভার মাঝে
তোমরা আমায় ছাড়ো বন্ধু
যাচ্ছি কাজের কাজে।

পূর্ববর্তী নিবন্ধরস
পরবর্তী নিবন্ধরাতের খামে