তুমি মিশে আছো

আহসানুল হক | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২২ পূর্বাহ্ণ

একুশে ফেব্রুয়ারি
তোমাকে পেয়েছি বলে আমার এত উদ্ধত অহংকার
তোমাকে পেয়েছি বলে পেয়েছি আমি শহিদ মিনার
তুমি আমাদের চেতনার বাতিঘর
তোমার জন্য অবলীলায় অতিক্রম করে যাই
সকল অন্ধকার
উপড়ে নিতে পারি শোষণের বেদীমূল
তোমার জন্য গুনতে পারি অপেক্ষার প্রহর

তুমি আমার প্রিয় অ,আ,ক,খ বর্ণমালা
সালাম-রফিক-বরকতের মুখ
পলাশ -শিমুল-কৃষনচূড়ার রঙ

পত্র ছাড়া বৃক্ষ যেমন বিশুষ্ক, রুক্ষ
জল ছাড়া মাছ যেমন মৃতপ্রায়
ঢেউ ছাড়া নদী যেমন থমকে দাঁড়ায়
তেমনি তুমি ছাড়া আমি যেন পরিচয়হীন
নিষ্প্রাণ -ম্রিয়মান
তুমি আমার স্বাধীনতার ভিত্তি ও সোপান
আমার জাতিসত্তার গভীর আহবান !

তুমি মিশে আছো কবিতায় ও গানে
শিশুর আধো বোলে
মাঝির বৈঠা টানে, মাটির সোঁদা ঘ্রাণে

তুমি আছো আমার বুকের গোপন খাতায়
প্রেয়সীর নিখাদ প্রেমে, নকশীকাঁথায়
কাব্য শরীরে, জননীর সোহাগ -মমতায়!

পূর্ববর্তী নিবন্ধঅক্ষরের কান্না
পরবর্তী নিবন্ধছায়া মানবী