অক্ষরের কান্না

বিভা ইন্দু | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২১ পূর্বাহ্ণ

বড় মনে পড়ছে তোমায়
খোলা আকাশ হাতছানি দিয়ে ডাকছে
বসন্ত কোকিলের কুহুতান, কী মধুর আজ!
রাতভর ধোয়া মোছা চলছে
স্মৃতিপটে অনবরত বাজছে একটাই সুর
সেই চাঁদনি রাতের উজ্জ্বল দুটি চোখ
সেই দখিনের জানালার পাশ
গলা জড়িয়ে ধরে -আদরের পারাবারে
অ এ অজগর আসছে তেড়ে
আ এ আমটি আমি খাবো পেড়ে
কতোকাল শোনা হয়নি
মা! মা গো, কোলে শুয়ে স্বপ্ন সীমানা পেরিয়ে—-
ভোরের আলো ফোটার আগেই
আদুল পায়ে, এক আকাশ নীলাভ কষ্ট
ভাই হারানোর বোবা কান্না
শোক দুঃখ উপচে পড়ে -সবুজের চত্বরে
স্মৃতির বেদিমূলের এক আঁজলা দীর্ঘশ্বাসে
রক্তঋণ মাথায় নিয়ে
সংশয়ের বেড়াজালে আজ ওরা এগিয়ে যায়
শুদ্ধ বাঙালি হবার গৌরব? না কী আত্মপ্রবঞ্চনা!
মা, মা গো —-
তোমার ছেলেরা কী আদৌ স্বস্তি পায়,
অহংকারের দোলায় ভেসে
মাথা উঁচু করে বলে, তুমি বিশ্বের বিস্ময়
আমার অহংকার অ আ ক খ
আমার মায়ের স্বপ্ন ছিলো স্বপ্ন আজো
স্বপ্ন বাহবার- মায়ের ভাষায় স্বপ্ন দেখি
উল্লাস অনিবার
বাংলা আমার, বাংলা তোমার, বাংলা শ্যামলিমার।

পূর্ববর্তী নিবন্ধমানিক বেদন
পরবর্তী নিবন্ধতুমি মিশে আছো