টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৪:৪৪ পূর্বাহ্ণ

টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ৭২হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত নৌকাও জব্দ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া উইংয়ের কর্মকর্তা লে: খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে কোস্ট গার্ড টেকনাফ স্টেশন ও শাহপুরী আউটপোস্ট শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকা সংলগ্ন নাফ নদীতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যরা হঠাৎ একটি কাঠের নৌকা মিয়ানমার সীমানা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে নৌকাটি থামার জন্য সংকেত দেয়। কিন্তু পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় কোস্ট গার্ড সদস্যরা তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে পাচারকারীরা একটি বস্তা পানিতে ফেলে নৌকা থেকে ঝাপ দিয়ে সাঁতরে তীরে উঠে মিয়ানমার সীমানায় জঙ্গলের ভেতর চলে যায়। পরে কোস্ট গার্ড সদস্যরা পানিতে ভাসমান বস্তাটি উদ্ধার করে ৭২হাজার পিস ইয়াবা ট্যাবলেট দেখতে পায়। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে। -বাসস

পূর্ববর্তী নিবন্ধ২০০ প্লটের তথ্য-উপাত্ত যাচাই করে ব্যবস্থা
পরবর্তী নিবন্ধনাফ নদী থেকে ইয়াবা এনে কালুরঘাটে খালাস