টুইটার এখন ‘এক্স’

| বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

সম্প্রতি তাৎপর্যপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা দিয়েছে টুইটার। মাইক্রোব্লগিং ওয়েবসাইটটি বলছে যে, এটি ইলন মাস্কের ‘এক্স, দ্য এভরিথিং অ্যাপ’এর সঙ্গে একত্রিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে আদালতে দায়ের করা এক মামলায় টুইটার বলে দিয়েছে যে, এটি আর নেই। খবর বাংলানিউজের।

মামলায় বলা হয়, টুইটার ইনকরপোরেশনকে এক্স করপোরেশনের সঙ্গে এক করে ফেলা হয়েছে। এটি আর নেই। এক্স করপোরেশন ব্যক্তিগতভাবে পরিচালিত একটি করপোরেশন। এটি নেভাডায় অন্তর্ভুক্ত এবং এর প্রধান ব্যবসায়িক স্থান ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে।

গেল বছরের অক্টোবরে টুইটার কেনার সময় ইলন মাস্ক জানিয়েছিলেন, এক্স হলো তার ব্যবসার দীর্ঘমেয়াদি পরিকল্পনা। মাস্ক টুইটে বলেছিলেন, এক্স, দ্য এভরিথিং অ্যাপ তৈরির জন্যই দ্রুত টুইটার কেনা।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে নিহত ৮,৫০০ : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধমহড়ার পরও তাইওয়ানের চারপাশে চীনের যুদ্ধজাহাজ-বিমান