টিসিবির পণ্য ক্রয়ের সময় স্বাস্থ্যবিধি মেনে চলুন

| রবিবার , ২১ মার্চ, ২০২১ at ৬:০৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) হতে নগরীর বিভিন্ন স্থানে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে নিত্যপণ্য সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছে। বর্তমানে দ্রব্যমূল্য উর্ধ্ব গতির সময় টিসিবির নেয়া এই উদ্যোগটি একটি কালজয়ী উদ্যোগ। যা দেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের পারিবারিক জীবনে কল্যাণ সাধিত হবে বলে আশা করা যায় । টিসিবির দেওয়া পণ্যগুলো কিনতে সাধারণ জনগণ মহামারি চলাকালীন সময়ও কোন প্রকার স্বাস্থ্য বিধি না মেনে চলে এই পণ্যগুলোকে কিনছে। টিসিবির পণ্য কেনার সময় দেখা গেছে অনেকের মুখে মাঙ ছিল না। শুধু তাই নয় অনেকেই সামাজিক দূরত্ব না মানে ঠেলাঠেলি- হাতাহাতি করে পণ্য কিনছে।একই সাথে টিসিবির পণ্য বিক্রেতার দিক-নির্দেশনা গুলোও মেনে চলছে না অনেক মানুষ। এই জায়গা গুলো এমতাবস্থায় করোনা সংক্রমণের জন্য খুবই বিপদজনক পরিস্থিতি। তাই আমি সাধারণ জনগণকে, অনুরোধ করব স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নগরীর বিভিন্ন স্থান থেকে টিসিবির পণ্য ক্রয় করুন, নিজে সুস্থ থাকুন অন্যকেও সুস্থ রাখন।
আসাদুজ্জামান সম্রাট, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধসানাইয়ের দিকপাল ওস্তাদ বিসমিল্লাহ খাঁ
পরবর্তী নিবন্ধবাল্যবিয়ে মৃত্যুঝুঁকি বাড়ায়