জীবনে সামনে এগিয়ে যেতে হলে দায়িত্ব নিতে হয়

হেলাল চৌধুরী | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

জীবনে সামনে এগিয়ে যেতে হলে আপনাকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। দু’পা সামনে এগিয়ে এসে বলতে হবে “কাজটা আমাকে দিন, আমি পারবো।” আপনি দায়িত্ব এড়াতে চাইলে দু’পা পিছিয়েও যেতে পারেন। কোন সমস্যা নেই। কাজটা থেমে থাকবে না। অন্য কেউ ঠিকই কাজটা করবে। এবং এভাবে যদি চলতে থাকে… একসময় আপনাকে ছাড়াই সবাই ভাবতে শিখে যাবে, অভ্যস্ত হয়ে যাবে। আপনি “আউট অব ফোকাস” হয়ে যাবেন। ঘরের কোণে পড়ে থাকা বেদরকারি কোন সামগ্রীর মতো আপনার থাকা না থাকায় কিছু যাবে আসবে না। একসময় আপনি অবাক হয়ে লক্ষ্য করবেন, আপনার অনেক পরে এসে কাতারে সামিল হওয়া কেউ একজন আপনাকে পিছনে ফেলে অনেকটুকু পথ সামনে এগিয়ে গিয়েছে। তখন আসলেই আপনার আর কিছু করার থাকবে না। কারণ, সময়কে পিছন থেকে টেনে আনার কোন মেশিন এখনো আবিষ্কার হয়নি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষ জনবল তৈরিতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজন নিবিড় সংযোগ
পরবর্তী নিবন্ধশেখ রাসেল ছোটোদের বইমেলা : দেশে প্রথম উদ্যোগ