শেখ রাসেল ছোটোদের বইমেলা : দেশে প্রথম উদ্যোগ

গৌতম কানুনগো | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৬:০৪ পূর্বাহ্ণ

দেশে প্রথমবারের মতো বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে আগামী ১৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর ২০২২ পর্যন্ত পাঁচ দিনব্যাপী চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ‘শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধনে অভূতপূর্ব সাড়া মিলেছে। দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিবন্ধিত হয়েছেন প্রায় তিন শতাধিক। তাঁদের সবাইকে জানাই অভিনন্দন। কোভিড ১৯ এর পর সারাদেশে শিশুসাহিত্যিকদের ঝিমিয়ে পড়া ভাবকে পুনর্জাগরণে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির এ আয়োজন অনন্য ভূমিকা পালন করবে নিঃসন্দেহে। পরিণত হবে এক মহোৎসবে। আর এ মহাযজ্ঞের পেছনে যাঁর ভূমিকা তিনি হচ্ছেন বাংলা একাডমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক, সাংবাদিক রাশেদ রউফ। শিশুসাহিত্যের বিকাশ এবং উৎকর্ষে যিনি ইতিহাসের মাইলফলক হয়ে থাকবেন।
শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসব’ এর আয়োজনে মূল আকর্ষণ সম্মাননা। বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন দেশের ৫ কৃতী লেখক। ৫ দিনব্যাপী এ বইমেলার ২য় দিন (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় প্রদান করা হবে সম্মাননা ২০২২। যাঁরা এবার সম্মাননা পাচ্ছেন তাঁরা হলেন : তপংকর চক্রবর্তী, সনজীব বড়ুয়া, রোকেয়া খাতুন রুবী, হাসনাত আমজাদ ও আশরাফুল আলম পিনটু।
৫ দিনব্যাপী এ মেলায় যাঁরা নিবন্ধিত হয়েছেন তাঁরা হচ্ছেন : ড. অনুপম সেন, ড. আনোয়ারা আলম, এলিজাবেথ আরিফা মুবাশশিরা, নেছার আহমদ, দিলরুবা আক্তার চৌধুরী, আজিজ রাহমান, বাসুদেব খাস্তগীর, লিপি বড়ুয়া, ড. সেলিনা আখতার, শামছুলর লিটন, কাসেম আলী রানা, রাশিদা তিথি, মোজাম্মেল হক, সৈয়দা সেলিমা আক্তার, গোফরান উদ্দীন টিটু, সৈয়দা ডালিয়া, সালমা রহমান, ফেরদৌস আরা রীনু, মুহম্মদ মহসীন চৌধুরী, মাহবুবা ছন্দা, সাইফুল আলম বাবু, কাঞ্চনা চক্রবর্তী, ইসমাইল জসীম, জিনাত আজম, দীপক বড়ুয়া, মাহবুবা চৌধুরী, রোকেয়া হক, মর্জিনা আখতার, অনুপ দাশগুপ্ত, পিংকু দাশ, নিজামুল ইসলাম সরফী, অরুণ শীল, সুলতানা নুরজাহান রোজী, জেবারুত সাফিনা, গৌতম কানুনগো, ড. নারায়ন বৈদ্য, নান্টু বড়ুয়া, শ্রীধর দত্ত, ফাতেমা ফেরদৌস নীপা, সনতোষ বড়ুয়া, শিরিন আফরোজ, নুসরাত সুলতানা, রূপম চক্রবর্তী, অজয় দাশগুপ্ত, কুমার প্রীতিশ বল, আরিফ নজরুল, শিমু রহমান, জিন্নাহ চৌধুরী, হামিদা খাতুন পান্না, প্রদীপ ভট্টাচার্য, মিতা পোদ্দার, জাকির হোসেন কামাল, এমিলি মজুমদার, সুব্রত কুমার নাথ, মার্জিয়া খানম সিদ্দিকা, সৈয়দ খালেদুল আনোয়ার, বিবেকানন্দ বিশ্বাস, কানিজ ফাতিমা, তানভীর হাসান বিপ্লব, বিচিত্রা সেন, শওকত আলী সুজন, নূরনাহার নিপা, শুভাশীষ দত্ত ভানু, হাসানুল ইসলাম, জোনাকী দত্ত, গীতিকার জসিম উদ্দিন খান, খালেছা খানম, চৌধুরী শাহজাহান, আনোয়ারুল হক নূরী, নাসিমা শওকত, আবিদ শাহরিয়ার খান, প্রফেসর রীতা দত্ত, বিভা ইন্দু, কোহিনুর আকতার ডেজি, জুবাইর জসীম, গৌরী প্রভা দাশ, ফোরকান আবু, ফারহানা ইসলাম রুহী, মোহাম্মদ ওয়াহিদ মিরাজ, করবী চৌধুরী, ছাইফুল হুদা ছিদ্দিকী, খন রঞ্জন রায়, সৌভিক চৌধুরী, আয়েশা পারভীন চৌধুরী, রূপক কুমার রক্ষিত, ফারজানা রহমান শিমু, শাহানা ইসলাম, সৈয়দ আহমেদ বাদল, পারভীন আকতার, বিশ্বজিত বড়ুয়া, রুকুন-উদ-দৌলা সোহেল, মিলন বনিক, মল্লিকা বড়ুয়া, গোপা রানী দে, মেহেরুননেসা রশীদ, সুমি দাশ, মর্জিনা হক চৌধুরী পপি, সেলিম তালুকদার আকাশ, আজিজা রূপা, মোহাম্মদ জহির, কাজী রুনু বিলকিস, এস এম মোখলেসুর রহমান, অরূপ পালিত, শর্মিষ্ঠা চৌধুরী, সোমা মুৎসুদ্দী, মিনহাজুল ইসলাম মাসুম, জায়তুন্নেছা জেবু, নিগার সুলতানা, আলী আকবর বাবুল, কুতুবউদ্দিন বখতেয়ার, কাজী নাজরিন, বিপুল বড়ুয়া, রুনা তাসমিনা, ইকরামুল হক ইলি, সরিৎ চৌধুরী সাজু, এমরান চৌধুরী, পুলক কান্তি বড়ুয়া, মিজানুর রহমান শামীম, তারিফা হায়দার, জাহানারা মুন্নী, শিউলী নাথ, সুবর্ণা দাশ মুনমুন, প্রদ্যোত কুমার বড়ুয়া, সাইয়েদা জয়নাব শিউলী, তৌফিকুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর মিঞা, সরওয়ার আরমান, আল- হাসনাত মাসুম শিহাব, বিশ্বনাথ চৌধুরী বিশু, মৃণালিনী চক্রবর্তী, ছন্দা চক্রবর্তী, ছন্দা দাশ, শহীদুল ইসলাম শহীদ, মো ফজলুল কাদের, মোহাম্মদ মনজুরুল আলম, শেলী সেনগুপ্তা, মুহাম্মদ মুসা খান, মিতা দাশ, মির্জা মোহাম্মদ আলী, সমীরণ বড়ুয়া, শিশুসাহিত্যিক, পীযুষ কান্তি বড়ুয়া, মুক্তা রানী দেবী, মনজুর আহমেদ, শিবুকান্তি দাশ, শাহিদা আয়শা, মোয়াজ্জেম হোসেন, রাসু বড়ুয়া, শৈবাল বড়ুয়া, ওবায়দুল সমীর, রায়হানা হাসিব, মাজহার হেলাল, আমিনুর রশীদ কাদেরী, এস এম আবদুল আজিজ, রেহেনা আরিফ, আহসানুল হক, ওমর কায়সার, সুপ্রতিম বড়ুয়া, বিপ্রতীপ অপু, লিপি তালুকদার, সনজীব বড়ুয়া, সজল দাশ, অপু চৌধুরী, রেহেনা আকতার, ডা. প্রণব কুমার চৌধুরী, শামীম ফাতেমা মুন্নী, দিল মোহাম্মদ, প্রিয়াংকা সরকার, সুদীপ্ত দেব, দীপান্বিতা চৌধুরী, সালাম সৌরভ, জাহেদ কায়সার, ড. মানজুর মুহাম্মদ, ফারজানা আজিম, রওশন আরা বিউটি, নুরনাহার ডলি, হাসনাত আমজাদ, আমিনা রহমান লিপি, রহমান রনি, সুমি ভট্টাচার্য, ড. সৌরভ শাখাওয়াত, লালন কান্তি দাশ, চম্পা চক্রবর্তী, আসিফ ইকবাল, অধ্যাপক ববি বড়ুয়া, পরিমল ধর, লিটন কুমার চৌধুরী, রাজন বড়ুয়া, ড. গৌরী ভট্টাচার্য, আখতারুল ইসলাম, শাম্মী তুলতুল, রফিক আহমদ খান, কানাই দাশ, রশীদ এনাম, কিশোয়ার জাহান, বিভাস গুহ, ড. উজ্জ্বল কুমার দেব, নীলিমা শামীম, তানজিন তিপিয়া, আরাফাত হোসেন কাউসার, অভীক ওসমান, ডা. কল্যাণ বড়ুয়া, সরওয়ার কামাল পাশা, স্মরণিকা চৌধুরী, নাজমাতুল আলম, শহীদুল্লাহ শাহরিয়ার, কাজী মোহাম্মদ রোকনুজ্জামান, বনশ্রী বড়ুয়া রুমি, শরণংকর বড়ুয়া, নিশাত হাসিনা শিরিন, অভি ওসমান, আনিস সুজন, সাইফুদ্দিন আহমেদ সাকী, কামরুন ঋজু, বদরুন নেসা সাজু, ছড়াকার সুপলাল বড়ুয়া, শেখ বিবি কাউছার, ইসমত আরা নীলিমা, ডা. নাহিদা খানম, মুশফিকুর রহমান, গাজী মো. নুরুদ্দিন, হেলাল চৌধুরী, তালুকদার হালিম, জয় প্রকাশ চৌধুরী, বিকিরণ বড়ুয়া, নাছিম আখতার রিনা, নাহিদা সুলতানা, কাকলী দাশগুপ্ত, রেহেনা মাহমুদ, গৌরী সর্ববিদ্যা, সুমন মজুমদার, সাহাদাত হোসাইন সাহেদ, মাহাবুবুল হাসান, আনজানা ডালিয়া, কানিজ ফাতেমা রোজী, জাইদুল ইসলাম দুর্লভ, ইফতেখার মারুফ, ওমর ফারুক চৌধুরী জীবন, এস এম সালাহউদ্দিন সামির, হৈমন্তী তালুকদার, সাঈদুল আরেফীন, বরুণ কুমার আচার্য বলাই, অর্চ্চনা রানী আচার্য, সমীরণ বড়ুয়া, এয়াকুব সৈয়দ, সিতাংশু কর, প্রতিমা দাশ, আবদুল্লাহ ফারুক রবি, উৎপলকান্তি বড়ুয়া, জসীম মেহবুব, কেশব জিপসী, শেলীনা আক্তার খানম, আমান উদ্দীন আবদুল্লাহ, শেখ মঈনুল হক চৌধুরী জোসেফ, নজরুল জাহান, সনজিত দে, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া, নাটু বিকাশ বড়য়া, সাইফুল্লাহ্‌ কায়সার, আলম মাহবুব, নাজিম উদ্দিন, অপু বড়ুয়া, ড. মোহাম্মদ আমান উল্লাহ, রেজাউল করিম স্বপন, মো. মাজহারুল হক, মনিলাল দাশ, শিপন চন্দ্র দেবনাথ, ঢালী মোহাম্মদ শোয়েব, শাবানা ইসলাম বন্যা। তাঁদের হাতে তুলে দেওয়া হবে এক হাজার টাকার বই।
লেখক : ছড়াকার

পূর্ববর্তী নিবন্ধজীবনে সামনে এগিয়ে যেতে হলে দায়িত্ব নিতে হয়
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে