জামান এক্সক্লুসিভকে লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ জুন, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকার কারণে নগরের মুরাদপুরের জামান এক্সক্লুসিভ বিরানী হাউজকে ১ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, একই অভিযানে কাতালগঞ্জে সড়কে নির্মাণ সামগ্রী রাখার দায়ে ফিনলে এন এস মেরিগোল্ডকে ২০ হাজার টাকা ও ফুটপাতে ব্যবসা পরিচালনা করার অপরাধে অন্য এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি ইসলামের সমুজ্জ্বল বাতিঘর
পরবর্তী নিবন্ধসব দলের অংশগ্রহণ চান সাবেক নির্বাচন কমিশনাররা