জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৫:১৭ পূর্বাহ্ণ

জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর ও আঞ্চলিক জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে গতকাল সোমবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সংগঠন কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে দারুল ফজল মার্কেটস্থ সংগঠন কার্যালয়ের নিচে সংগঠনের সভাপতি বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে র‌্যালি অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন নেতৃবৃন্দ স্বাধীনতা আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। সভায় করোনায় যারা মৃত্যুবরণ করেছেন আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় বক্তব্য দেন, অ্যাড. মো. মাহফুজুর রহমান খান, আলী আকবর, জাফর ইকবাল, সংবাদপত্র হকার্স লীগের সভাপতি সরওয়ার আলম, মিজানুর আলম, মো. রাশেদুল ইসলাম, প্রবীর কুমার ঘোষ, দিদারুল আলম, জমির উদ্দিন মাসুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে ‘বঙ্গবন্ধুর কর্ম ও জীবন’ বিষয়ক কুইজ প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধতৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে