‘জঙ্গি সংগঠন’ বলায় ইসকন ভক্তের মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে জঙ্গি সংগঠন বলায় নগরীর পাঁচলাইশ থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করেছেন জগদার্তিহা দাস নামের এক ইসকন ভক্ত। গত বুধবার রাতে মামলাটি পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। মামলায় প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী, সহ-সভাপতি রনজিত কুমার দেসহ ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবীর বৃহস্পতিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করে দৈনিক আজাদীকে বলেন, ইসকনকে জঙ্গী সংগঠন বলায় তাদেরই একজন ভক্ত প্রবর্তক সংঘের রনজিত বাবু ও তিনকড়ি চক্রবর্তীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি এজাহার দিয়েছেন। আমরা এজাহারটি ডিজিটাল নিরাপত্তা আইনের সংশ্লিষ্ট ধারা মামলা হিসেবে নিয়েছি।
প্রসঙ্গত, প্রবর্তক সংঘের জায়গায় গড়ে উঠা ইসকন মন্দির নিয়ে দুইপক্ষের রশি টানাটানির মধ্যে গত ২৬ জুন প্রবর্তক সংঘ সংবাদ সম্মেলন করে ইসকনকে জঙ্গী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণ প্রকৃতি ধ্বংস করে সিআরবিতে হাসপাতাল নির্মাণ করা যাবে না
পরবর্তী নিবন্ধসোনাইছড়িতে দুস্থ পরিবারকে নগদ অর্থ সহায়তা