ছুটির আমেজ

সনজিত দে | বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

গ্রীষ্ম ছড়ায় মধুর সুবাস চাই না আর কিচ্ছুটি
হাওয়ার তোড়ে ঘুরে বেড়াই কারণ আমার ছুটি
দূরে,
পাখির মতো উড়ে
যাচ্ছি ছুটে পাহাড়-টিলা-সকল ছেড়ে ছুড়ে,
নদীর পরে অনেক দূরের বিশাল সমুদ্দুরে ।

ঢেউর সাথে মাছের সাথে কত্তো কথা বলি
ছুটির মজা লুটতে ছুটি দূরের পাহাড়তলী ।
মুক্ত মনের দুয়ার খোলা ভীষণ কলরব
আম-মুকুলের গন্ধে পাগল দুরন্ত উৎসব ।
দেখবো না আর পিছু
গ্রীষ্ম আনে ইষ্টিকুটুম আম কাঁঠাল আর লিচু,
জাম-জামরুল বেতস আতা আরও অনেক কিছু ।
বহুরূপে গ্রীষ্ম আসে
মাঝে মাঝে মিষ্টি হাসে
হাসির দোলায় রসালো ফল ঝোলে গ্রীষ্মকালে
রৌদ্র তখন গরম কড়াই উপুড় করে ঢালে ।
মুহূর্তে এক ঝড় বয়ে যায় গাছের পাতা ঝরে
অন্যরকম ভালো লাগে তখন মনের ঘরে ।

গ্রীষ্মকালীন ছুটির রেলে মজা ভীষণ হয়
ফলের রসে এই ঋতুটা সত্যি মধুময় ।

পূর্ববর্তী নিবন্ধশেষ আটে জোকোভিচ-নাদাল
পরবর্তী নিবন্ধআমার গাঁয়ের শোভা