চোটে উইম্বলডন শেষ সেরেনার

| বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৭:৩১ পূর্বাহ্ণ

চোট পেয়ে উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচ বিপক্ষে ডান ঊরুতে ব্যান্ডেস পেঁচিয়ে ম্যাচ শুরু করেন সেরেনা। প্রথম সেটের পঞ্চম গেমে পিছলে পড়ে যান তিনি। এরপর কোর্টে ভীষণ অস্বস্তিতে ছিলেন তিনি। সপ্তম গেম চলার সময় হঠাৎ এক হাত একটু উঁচু করে থেমে গিয়ে বসে পড়েন তিনি। কিছু সময় পর কষ্টে উঠে দাঁড়িয়ে চোখের জলে বিদায় নেন ৩৯ বছর বয়সী এই তারকা। এসময় পুরো গ্যালারি উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানায়। আগামী সেপ্টেম্বরে ৪০ বছর পূর্ণ করতে যাওয়া সেরেনার এটাই শেষ উইম্বলডন হয়ে থাকবে বলে ধারণা অনেকের। পরে ইনস্টাগ্রামে নিজের হতাশার কথা জানান সেরেনা। ‘ডান পায়ে চোটের পর টুর্নামেন্টে থেকে নিজেকে সরিয়ে নেওয়াটা অনেক কষ্টের।

পূর্ববর্তী নিবন্ধজার্মানিকে হারানো ইংল্যান্ডের লক্ষ্য ট্রফি
পরবর্তী নিবন্ধহারারেতে আজ অনুশীলনে নামবে বাংলাদেশ দল