চোখের মণি রাসেল

মিনহাজ উদ্দীন শরীফ | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

রাসেল ছিলো চোখের মণি
মায়ের আদরের ধন;
নিষ্পাপ ছিলো ছোট্ট রাসেল
এবং অবুঝ তার মন।

বনের পাখি যায় কেঁদে যায়
রাসেলকে না পেয়ে;
বাংলার মানুষ তার প্রতিক্ষায়
নিত্য থাকে চেয়ে।

নাদুসনুদুস কচি মুখটা
চোখে চোখে ভাসে;
মাঝেমধ্যে মনে হয় সে
খেলা করছে পাশে।

এসো ফিরে রাসেল সোনা
হেঁটে নিটোল পায়ে;
তোমার খোঁজে পাগল বেশে
ছুটছে আজও মায়ে।

পূর্ববর্তী নিবন্ধরাসেল বলছি
পরবর্তী নিবন্ধভালোবাসার চাদর