চৈতী ও সুশান্ত বড়ুয়া বাঁচতে চায়

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:৩৮ পূর্বাহ্ণ

মীরসরাইর ইছাখালী ইউনিয়নের চরছর গ্রামের চৈতী ও সুশান্ত বড়ুয়া। তারা ভাই বোন। চৈতী বড়ূয়ার বয়স ৮ ও সুশান্ত বড়ূয়ার বয়স ৬। জন্মগতভাবেই ‘এইচবিইবি’ নামক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তারা। প্রতি মাসেই তাদের শরীরে চার ব্যাগ করে রক্তের প্রয়োজন হয়। যার খরচ গরিব বাবা অমল বড়ুয়ার পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে। বর্তমানে তারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে। আগামী এক মাসের মধ্যে তাদের শরীরে একটি জটিল অস্ত্রোপচার প্রয়োজন। এজন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা। ওই টাকা যোগাড় করা তার অসহায় বাবার পক্ষে একেবারেই অসম্ভব। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের শরীরে অস্ত্রোপচার করা না গেলে চৈতী ও সুশান্তকে বাঁচানো অনেকটা কঠিন হয়ে পড়বে। সেজন্য প্রধানমন্ত্রীসহ সমাজের হৃদয়বান ও বিত্তশালীদের কাছে সন্তানদের বাঁচাতে আর্থিক সহযোগিতা কামনা করেছেন তাদের বাবা। তাদের সাহায্য পাঠানোর ঠিকানা : বিকাশ নম্বর-০১৭৮৭-৮৬২৩৮৩, বাবার মোবাইল নম্বর-০১৮৮২-৮১২৯৩১। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিয়া পরিবার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক : শামীম
পরবর্তী নিবন্ধরাসূলের (দ.) পথ অনুসরণে আল্লাহর অনুগ্রহ লাভ করা যায়