চেয়ারম্যান প্রার্থীকে প্রচারণায় বাধা ও মেম্বার প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ

খৈয়াছরা ইউনিয়ন

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৮:৫৩ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নে এক মেম্বারপ্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে কার্যালয়টি ভেঙে দেয়ার পরদিন গতকাল রবিবার ওই প্রার্থী মীরসরাই উপজেলা নির্বাচন অফিসে একটি লিখিত অভিযোগ দেন। আবার একই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী তাঁর নির্বাচনী প্রচারণাকালে তাকে বাধা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন।
খৈয়াছরা ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের ইউপি মেম্বার প্রার্থী এনামুল হক (আপেল) অভিযোগে জানান, শনিবার রাতে অজ্ঞাত দুস্কৃতকারীরা আমবাড়িয়া গ্রামে তার নির্বাচনী ক্যাম্পটি কেউ ভেঙে দিয়েছে। এসময় গ্রাম জুড়ে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলাসহ ভোটের ক্যাম্পের চেয়ার টেবিল ভাঙচুর করেছে। রবিবার এই বিষয়ে নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও মীরসরাই থানায় লিখিত অভিযোগও প্রদান করেছেন বলে জানান। মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন, কারো বিরুদ্ধে তিনি অভিযোগ দেননি। তাই এ বিষয়ে খোঁজখবর নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আবার একই ইউনিয়নের ঘোড়া প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী বলেন, রবিবার বিকেলে ৬নং ওয়ার্ডের নিচিন্তা ও ৮নং ওয়ার্ডের মসজিদিয়া গ্রামে নির্বাচনী প্রচারণাকালে প্রতিপক্ষের লোকজন আমাকে বাধা প্রদান করেছে এবং আমার প্রচারণার মাইক ভাঙচুর করে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ পল্লী বিদ্যুৎ কর্মচারীদের ওপর হামলা : আটক ১
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে শোকজ