চিন্তার পরিধি বাড়াতে হবে

তাসাউফ সংলাপে ড. শমশের আলী

| শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:০৫ পূর্বাহ্ণ

দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিআইআরআই) ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের উদ্যোগে ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবারে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান বক্তৃতা। গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)’র পৃষ্ঠপোষকতায় গতকাল শুক্রবার বিজ্ঞান বক্তৃতার বিষয় ছিল ‘বিজ্ঞান ও নৈতিকতায় জীবন গড়ি’।

ডিআইআরআই’র ম্যানেজিং ট্রাস্টি ও মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রফেসর (ইমেরিটাস) . এম শমশের আলী। তিনি বলেন, আমাদের বিজ্ঞান চর্চা করতে হবে। আমাদের চিন্তার পরিধি বাড়াতে হবে। জানার জন্য পড়তে হবে। আমাদের প্রাত্যহিক জীবনে নৈতিকতা চর্চা করতে হবে। নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন,

আমরা শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করতে বিজ্ঞান বক্তৃতার আয়োজন করেছি। আমরা চাই, শিক্ষার্থীদের মাঝে মানবিক মুল্যবোধ জাগ্রত হোক এবং পাশাপাশি বিজ্ঞানমনস্ক আধুনিকজ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হোক। তিনি বলেন, বিজ্ঞান ও ধর্মের কোনো সংঘর্ষ নেই। দুই ধরনেরই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে জীবনে এগিয়ে যেতে হলে।

বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আবু ছালেহ পাটোয়ারী, চবি ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল আলম শাহীন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এস এম মুর্শিদউল আলম। এর আগে বৃহস্পতিবার খুলশীস্থ ডিআইআরআই সেন্টারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের

শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তাসাউফ সংলাপ। ডিআইআরআই’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে তাসাউফ সংলাপে প্রধান অিতিথি ছিলেন প্রফেসর (ইমেরিটাস) . এম শমশের আলী। তাসাউফ সংলাপে সুফিজমের নানা বিষয় নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুন্নিয়তের খেদমত করে গেছেন আল্লামা কাদেরী
পরবর্তী নিবন্ধনানুপুর লায়লা-কবির কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব