সুন্নিয়তের খেদমত করে গেছেন আল্লামা কাদেরী

হাটহাজারীতে ওরশে এম এ সালাম

| শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:০৩ পূর্বাহ্ণ

পীরে তরিকত হযরত আল্লামা শাহসূফী মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ.) শুধু একদিকে নয়, বহুদিকে নিরবে সুন্নীয়তের খেদমত করে গেছেন, অসংখ্য মসজিদ, মাদরাসা ও জনসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শতাধিক বিষয়ভিত্তিক কিতাব লিখেছেন। বাংলাদেশে সুন্নী অঙ্গনে প্রথম দিকের কলম সৈনিকের পাশাপাশি জটিলকঠিন বিষয়ে শতাধিক গ্রন্থ রচনা করেছেন তিনি। আঞ্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে গত ১৩১৪

 

ফেব্রুয়ারি হাটহাজারী ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফে ২ দিনব্যাপী ৪র্থ বার্ষিক ওরশে কাদেরী মাহফিলে বক্তারা এ কথা বলেন। আজিজিয়া কাজেমী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা প্রফেসর ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন

আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহজাদা আবুল ফছিহ্‌ মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

বক্তব্য রাখেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী, শাহজাদা আমিনুল হক আল কাদেরী, বদরুল হক আল কাদেরী, মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ শাহাদাত উদ্দিন আল হাছানি, মোজাম্মেল হক ফরহাদাবাদী, মাওলানা

আবুল কাশেম নুরী, মাওলানা ইদ্রিস আনছারী, উপাধ্যক্ষ মাওলানা আবদুল অদুদ, আন্তজার্তিক ইসলামিক স্কলার শায়খ ড. আল্লামা সাইফুল আজম বাবর আজহারী, মাওলানা আহমদুল হক মাইজভাণ্ডারী। আনজুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন আজিজি

দুলালের পরিচালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আহসান লাভু, মুহাম্মদ জিয়াউল হক আল কাদেরী, আবদুর রশিদ, সালাউদ্দিন রাসেল চৌধুরী সেলু, মোহাম্মদ আলী চৌধুরী, নুরুল ইসলাম, ওয়াসিম আকরাম, নওশাদ সরওয়ার পিন্টু, মোখতার হোসেন, মোহাম্মদ আলী রাসেল, আবদুল মালেক, গোলাম শরীফ, নুরুল আজিম রনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রাম সাংস্কৃতিক ফোরামের নতুন কমিটির অভিষেক
পরবর্তী নিবন্ধচিন্তার পরিধি বাড়াতে হবে