চারুলতার ‘ইট ফর ট্রিট’

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ১০:০১ পূর্বাহ্ণ

বছরের একটা দিন নির্ধারিত। নামীদামি রেস্টুরেন্টে যাবে, খাবে মজা করবে। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এমন আয়োজন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চারুলতার। গত শনিবার নগরের জামালখানের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো এবারের আয়োজন। এছাড়া একইদিন চারুলতার প্রয়াত উপদেষ্টা ডা. আকাশের স্মরণে ডা. আকাশ মেধাবৃত্তি ও প্রয়াত সদস্য মাহতাব উদ্দীনের স্মরণে মাহতাব উদ্দীন মেধা বৃত্তি তুলে দেওয়া হয় দুই শিক্ষার্থীর হাতে। চারুলতার উপদেষ্টা ডা. অভীক রায়হানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মো. ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বাসনা মুহুরী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, বিশিষ্ট সমাজসেবী ওসমান গনি, চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মো. আমান উল্লাহ আমান, পর্বতারোহী ও সাইক্লিষ্ট ডা. বাবর আলী, চারুলতার উপদেষ্টা ডা. ইমদাদ হুসাইন রুমন, প্রকৌশলী রাজেন দে ও সৌমেন নন্দী। অনুষ্ঠানে চারুলতা বিদ্যাপীঠের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাজিরপাড়ায় গাউসিয়া কমিটির দা’ওয়াতে খায়র মাহফিল
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়