অসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়

খেলাঘর ‘শিশু উৎসব’ সম্পন্ন

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

জাতীয় শিশুকিশোর সংগঠন খেলাঘর মহানগরের শিশু উৎসব গত শনিবার নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিশুকিশোর আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য খেলাঘরকে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের পক্ষ থেকে জয় বাংলা ইয়ূথ অ্যাওয়ার্ড প্রদান করায় উদ্যোগে আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহানগর কমিটির সহসভাপতি গোপাল কৃষ্ণ লালার সভাপতিত্বে এবং সম্পাদকমন্ডলীর সদস্য প্রীতম দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম। আলোচক ছিলেন খেলাঘর কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ। আলোচনায় অংশ নেন অধ্যাপক রোজী সেন, চন্দন পাল, দেবাশীষ রায়, অ্যাডভোকেট আনোয়ার হোসেন আজাদ, ইকবাল হোসেন, চৌধুরী জহির উদ্দিন বাবর, মহিউদ্দিন শাহ, পার্থ প্রতীম নাহা, শরণ বড়ুয়া, জয়ন্ত রাহা। স্বাগত বক্তব্য রাখেন খেলাঘর মহানগর কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বসু। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলার লক্ষ্যে নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।বক্তারা বন্দর নগরীর প্রতিটি এলাকায় অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করার এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চাকেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানান।

অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল ও বীর মুক্তিযোদ্ধা অমল নাথ। এরপর বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে শিশুকিশোরদের পরিবেশনায় নাটক ‘সবাই রাজা’ মঞ্চস্থ করা হয়। তাছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আসরভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও বিভাগভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সঞ্চালনায় ছিলেন কারুণ্য খাস্তগীর ও তাজরিয়ান মাহমুদ রংধনু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচারুলতার ‘ইট ফর ট্রিট’
পরবর্তী নিবন্ধস্বাধীনতা আন্দোলনে সংস্কৃতি কর্মীদের ব্যাপক ভূমিকা ছিল