স্বাধীনতা আন্দোলনে সংস্কৃতি কর্মীদের ব্যাপক ভূমিকা ছিল

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার অনুষ্ঠানে বক্তারা

| সোমবার , ১১ মার্চ, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মহানগর শাখার উদ্যোগে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার বাছাই পর্ব গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়। সংগঠনের মহানগরের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও মহানগরের সহ সভাপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠিত বাছাই পর্বের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম. . লতিফ। তিনি বলেন, সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বাঙ্গালি জাতীয়তাবাদ চেতনার সৃষ্টির জন্য সাংস্কৃতিক কর্মীরা ব্যাপক ভূমিকা রাখেন। স্বাধীনতা আন্দোলনে সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা ইতিহাসে স্মৃতিময় হয়ে রয়েছে। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক ওসমান গণি মানিক। বক্তব্য রাখেন অ্যাডভোকেট রশিক লাল বৈদ্য, দিদারুল আলম, আফগানি বাবু, হাবিবুর রহমান, মনজুরুল আলম, ইসমাইল হোসেন শুভ, নুহউল আলম রাসেল, আবুু ইউসুফ শামিম, বিজয় চক্রবর্তী শাওন, আব্দুল আওয়াল রুপু, হুমায়ুন রশিদ রাসেল, আজিজুল হাকিম ইমরান, সৌরভ বড়ুয়া, হোসেন আলী মুন্না, সুজন দাশ, কোরবান আলী, মোহাম্মদ রাশেদ, সিরাজুল ইসলাম সজল প্রমুখ। প্রতিযোগিতার বাছাই পর্বে প্রায় ৫০০ এর অধিক প্রতিযোগী ১৭ টি ইভেন্টে অংশগ্রহণ করেন। যারা বাছাই পর্বের বিজয়ী হবেন তারা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক, বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়
পরবর্তী নিবন্ধনানা ক্ষেত্রে অবদানের জন্য ২২ নারী পেলেন ইমার্জিং উইমেন অ্যাওয়ার্ড