চাক্তাই খালের মুখে চর

নৌচলাচল ব্যাহত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ মে, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে চাক্তাই খালের মুখে চর জেগে উঠায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে নদীতে ক্যাপিটাল ড্রেজিং করা হলে খালের মুখে জেগে উঠা বিশাল একটি চর চাক্তাই খালে চলাচলকারী নৌযানগুলোর জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে। ব্যবসায়ী এবং নৌযান মালিকেরা ড্রেজিং করে খালের মুখটি পরিস্কার করে দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

কর্ণফুলী নদী হয়ে চাক্তাই খালে প্রচুর নৌযান চলাচল করে। চাক্তাই খাতুনগঞ্জ থেকে পণ্য নিয়ে চলাচলকারী এসব নৌযান মারাত্মক সংকটে পড়েছে। নদীতে খালের ঠিক মুখে জেগে উঠা বড় একটি চরের কারণে নৌকা চলাচল করতে পারছে না। অপেক্ষাকৃত ছোট নৌকাগুলো খালি থাকলে কোন রকমে পার হতে পারলেও বড় নৌকা এবং পণ্য বোঝাই নৌকা ওখান দিয়ে চলাচল করতে হলে ভর জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়।

নদীতে খালের মুখটি ড্রেজিং করে চরটি অপসারণ করে দেয়া না হলে ক্রমে পুরো মুখ বন্ধ হয়ে যাবে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন নৌযান শ্রমিকেরা। তারা চরের কারণে বৃষ্টির পানি নিষ্কাশনও ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধনগরে কিশোরী ও ব্যবসায়ীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধদেশে মাঙ্কিপক্সের কোনো রোগী নেই