চসিক বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে ভারপ্রাপ্ত মেয়রের মতবিনিময়

| সোমবার , ২৯ মে, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন প্যানেল মেয়র ও কাউন্সিলর আফরোজা জহুর। গতকাল রোববার দাায়িত্ব গ্রহণের প্রথম দিন তিনি কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে নগর ভবনের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর চসিকের বিভাগ ও শাখাসমূহের প্রধানদের সাথে সভা করেন । এসময় তিনি বলেন, চট্টগ্রাম নগরী প্রাকৃতিক দিক থেকে একটি সৌন্দর্যতম নগরী। এই নগরীকে বিশ্বের উন্নত নগরী হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে দায়িত্ব নিয়েছেন এবং চট্টগ্রামের উন্নয়নের জন্য আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।

এসব উন্নয়ন কাজ শেষে হলে চট্টগ্রাম দেশের অর্থনৈতিক হাব হিসেবে গুরুত্ব বহন করবে বলেই প্রধানমন্ত্রী উন্নয়নের দায়িত্ব তিনি নিজ হাতে নিয়েছেন। এ ক্ষেত্রে আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। চসিকের সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম , হাসান মুরাদ বিপ্লব, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, মো. আবদুস সালাম, পুলক খাস্তগীর, মোহাম্মদ আবদুল মান্নান, জেসমিন পারভীন জেসী, রুমকি সেনগুপ্ত, জাহেদা বেগম পপি, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুল হুদা, উপসচিব আশেক রসুল চৌধুরী (টিপু), তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মীর্জা ফজলুল কাদের,আশিকুল ইসলাম, ফরহাদুল আলম, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর প্রমুখ। ভারপ্রাপ্ত মেয়র মশার উপদ্রব থেকে পরিত্রাণ পেতে প্রতিটি ওয়ার্ডে মশার ওষুধ ছিটানোর কাজ সঠিকভাবে তদারকি করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান এবং তাঁর দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধসুন্নিয়তের প্রচারে অসামান্য অবদান রাখেন আল্লামা নুরুল ইসলাম হাশেমী (রহ.)
পরবর্তী নিবন্ধআমি আর মা ‘জন্মগত আওয়ামী লীগ’: জাহাঙ্গীর