চন্দনাইশে চেয়ারম্যান প্রার্থী সহ ৯ জনকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৩১ ডিসেম্বর, ২০২১ at ১১:০১ অপরাহ্ণ

চন্দনাইশে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় ২ চেয়ারম্যান প্রার্থী সহ ৯ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাঞ্চনাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়।

এ সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় কাঞ্চনাবাদ ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এড. আবু ছালেহকে ১ হাজার, একই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল শুক্কুরকে ১ হাজার, সাধারণ সদস্য প্রার্থী মো. শহিদুল ইসলাম (মোরগ), মো. ফরিদুল হক (তালা), ৫শ’, মো. খোরশেদ আলম (টিউবওয়েল), মো. মতিউর রহমান (ফুটবল), মো. সেকান্দর আলী ৫শ’ এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী লাকী আকতার (বই) ৫শ’, শামসুর নাহার (তালগাছ) ৫শ’ টাকা সহ ৯ জনকে ৫ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

একই সাথে সকল প্রার্থীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা কার্যক্রম চালানোর অনুরোধ জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে কমেছে পর্যটক
পরবর্তী নিবন্ধযে কারণে বিরোধ নগর আওয়ামী লীগে