চতুরঙ্গ সংগীত নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

চতুরঙ্গ সংগীত নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথামালা, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, শিল্পী সম্মাননা, শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান ও সংগীতানুষ্ঠান গতকাল সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন। চতুরঙ্গ সংগীত নিকেতনের পরিচালক রাজীব মজুমদারের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার ও টেলিভিশনের আবৃত্তি শিল্পী প্রবীর পালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী জয়ন্তী লালা। শিল্পী সুজিত রায়, বাংলাদেশ বেতারটেলিভিশনের সংগীত পরিচালক শিল্পী আলাউদ্দিন তাহেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন চতুরঙ্গ সংগীত নিকেতনের সমন্বয়ক ফাল্গুনী মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তি ও নানা অপকর্ম রোধে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। শুদ্ধ সংগীত ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে চতুরঙ্গ সংগীত নিকেতন সুনামের সাথে অনেকদূর এগিয়ে গেছে। প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা বর্তমানে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সংগীত বিষয়ে নিয়মিত অনুষ্ঠান করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধসোহানের সিনেমায় গাইছেন সাবিনা ইয়াসমিন
পরবর্তী নিবন্ধব্যবসায়ীদের অতিমুনাফা না করার আহ্বান ক্যাবের