ব্যবসায়ীদের অতিমুনাফা না করার আহ্বান ক্যাবের

| মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:২৬ পূর্বাহ্ণ

আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্য মূল্য স্থিতিশীল রাখতে অতিমুনাফা আদায় থেকে ব্যবসায়ীদের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বাজারভিত্তিক প্রচারণা কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও ক্যাব যুব গ্রুপ। গতকাল সোমবার নগরীর বৃহত্তম পাইকারী বাজার রেয়াজউদ্দীন বাজারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। ক্যাব যুব গ্রুপ মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় গণঅবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন হাজী সালামত আলী, হাজী ইলিয়াছ ভুইয়া, সালেহ আহমদ সুলেমান, এম সাইফুদ্দিন, মো. ফারুক সিবলী, কাজী ইকবাল বাহার ছাবেরী, জান্নাতুল ফেরদৌস, সেলিম জাহাঙ্গীর, হারুন গফুর ভুইয়া, সালাহউদ্দীন আহমদ, শাহীন চৌধুরী, মোহাম্মদ জানে আলম, ইসমাইল ফারুকী, এম এ আলিম রানা, আবদুর রহমান, নিলয় বর্মন, আমজাদুল হক আয়েজ, ইমদাদুল ইসলাম, ওমর করিম, করিমুল ইসলাম, আহসান সাজ্জাদ প্রমুখ।

বক্তাগন পবিত্র রমজান মাসে পণ্যদ্রব্য ক্রয়ে সংযমের পরিচয় প্রদান, দরিদ্রদের মাঝে নিত্যপণ্যের বাজার যোগান ও সরবরাহ ঠিক রাখতে ইফতার সামগ্রী বিতরণের পরিবর্তে নগদ অর্থ বিতরণের আহবান জানান। একই সাথে মাসের বাজার একসাথে না করে সপ্তাহের বাজার করার জন্য ভোক্তাদের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচতুরঙ্গ সংগীত নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধসার্ক রাইটার্স ফেস্টিভালে যোগ দিচ্ছেন বাংলাদেশের লেখকরা