চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার হাসিব আজিজ এক অফিস আদেশে ২০২৬–২০২৭ইং সালের জন্য সংস্থার ক্রীকেট কমিটি গঠন করা হয়েছে। চেয়ারম্যান মনোনীত হয়েছেন উপ–পুলিশ কমিশনার (সদর) পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং সম্পাদক মনোনীত হয়েছেন সংস্থার যুগ্ম–সাধারণ সম্পাদক সাবেক জেলা ও বিভাগীয় ক্রিকেটার ফরিদ আহমেদ। ক্রিকেট কমিটির ভাইস–চেয়ারম্যান হিসাবে আছেন ওসমান গণি মনসুর, আব্দুল হান্নান আকবর, সিরাজুর হক খান, ফজলে বারী খান রুবেল, আব্দুল হাই জাহাঙ্গীর, আলী তারেক পারভেজ, অধ্যাপক যাহেদুর রহমান, সৈয়দ জিয়াউর হক ও এনামুল গণি চৌধুরী। কমিটির যুগ্ম সম্পাদক হিসাবে আছেন মো. মনজুরুল ইসলাম তালুকদার মিন্টু, ওয়ালিউল আবেদীন শাকিল চৌধুরী, আবদুল গফুর পন্টি, শাহ মাহফুজুর রহমান পল্লব, ইয়াসিন আরাফাত, ওয়াসিম কামাল রাজা।
এছাড়া কমিটির সদস্য হিসাবে আছেন সংস্থার সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহামদ চৌধুরী, ইবাদুল হক লুলু, তৈয়বুর রহমান, নেওয়াজ মোহাম্মদ খান, কোষাধ্যক্ষ–চ.ম.ক.স, মমতাজুল হক রুক্কু, মিনহাজ উদ্দিন আহমদ, অধ্যাপক সুমন বড়ু য়া, আবু নাছের মো. ওয়াহিদ দুলাল,নওশাদ আলম চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স), সি.এম.পি, মনোরঞ্জন সাহা, ডা. ইসতিয়াক আজিজ খান আরমান, মোহাম্মদ শাহজাহান, তাসবির হাকিম, সম্পাদক–চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশন, এম.এ মুসা বাবলু, মাহাবুবুল আলম মুকুল, মোহাম্মদ মারুফ, মো. শওকত,আবু সামা বিপ্লব, নুরুল আমীন, সাইফুল্লাহ্ চৌধুরী, আবু জাফর হায়দার, হুমায়ুন কবির কিরণ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নাছির, আইনুল কবির জিতু, শাহেদ শাকি, তপন দত্ত, ইমরুল হায়দার রিপন, সাইফুল্লাহ মনছুর, মো. জসিম উদ্দিন চৌধুরী, সাইদুর রহমান সুমন, আবু সৈয়দ লিটন,মোহাম্মদ শেখ সালাহ্ উদ্দিন, আর. ডি. নাথ কাজল, ইফাজ খান, মোহাম্মদ ঈসা আল–নফি ওয়াসি। প্রেস বিজ্ঞপ্তি।












