চট্টগ্রাম জেলা প্রশাসকের অনুসরণীয় মানবিক উদ্যোগ

| শনিবার , ২৭ মে, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

চট্টলবান্ধব দৈনিক আজাদী পত্রিকায় ১৫ মে প্রকাশিত খবরে জানা যায়, জাহেদ আলী নামে এক রিকশা চালক গত ১৪ মে রোববার সকাল ১০টা নাগাদ অক্সিজেন এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় উপর থেকে বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার দাফন কাফনের জন্য তৎক্ষণাৎ ২৫,০০০ টাকা সহায়তা প্রদান করা হয়। আবার ১৭ মে প্রকাশিত খবরে জানা যায়, উক্ত জাহেদ আলীর শোকাবহ পরিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ৫ লাখ টাকার স্থায়ী আমানত এবং একই সাথে তার পরিবারে চাকরি করার মত যোগ্য কেউ থাকে তাকেও মন্ত্রণালয় থেকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয় তাঁর ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে শোকসন্তপ্ত অসহায় এই পরিবারটির পাশে দাঁড়িয়ে মহানূভবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা আশা করব, সরকারের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারাও তার মত এই সব কর্মঠ, হতদরিদ্র মানুষের পরিবারের পাশে দাঁড়িয়ে গণমানুষের ভালোবাসায় সিক্ত হবেন। আমরা তাঁর সুস্বাস্থ্যের এবং দীর্ঘজীবন কামনা করি।

শেখ মোজাফ্‌ফর আহমদ

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসুধীররঞ্জন খাস্তগীর : লেখক ও চিত্রশিল্পী
পরবর্তী নিবন্ধপাতা ঝরার দিন