চট্টগ্রামে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার নিন্দায় ফখরুল

| শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:১৪ পূর্বাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে চট্টগ্রাম, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারের দমন নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘১৬ জানুয়ারি দুর্নীতিবাজ গণতন্ত্র বিরোধী সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে দেশব্যাপী সমাবেশ ও মিছিলের কর্মসূচি বানচাল করতে জনবিচ্ছিন্ন সরকার তার অনুগত আইনশৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করে চট্টগ্রামে সমাবেশে আগত নেতাকর্মীসহ জনসাধারণের ওপর গুলি, লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপসহ গ্রেপ্তার ও নির্মম নির্যাতন করে। ব্যাপক তাণ্ডব চালিয়ে কর্মসূচি পণ্ড করে দেয়।

রাতে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে। তাদেরকে আটক করতে রাতের আধারে বাসা বাড়িতে পুলিশ অভিযান চালায়, তাদের পরিবার পরিজনের সাথে অসৌজন্য আচরণ ও হয়রানি করে। হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে ঢাকায় আসার পথে কুমিল্লা থেকে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তিসহ নেতাকর্মীদের গ্রেপ্তার করে।

এমনকি ১৯ জানুয়ারি চট্টগ্রাম মহানগর বিএনপি’র আলোচনা ও দোয়া অনুষ্ঠানে যোগদানকারী নেতাকর্মীদেরকেও গ্রেপ্তার করে। সমগ্র চট্টগ্রাম মহানগরীতে পুলিশ আতঙ্ক এবং নির্যাতন চালাচ্ছে। একই ভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর, ভৈরবসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি করছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তিসহ আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম,

ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ নেতৃবৃন্দের নামে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের সংগঠক অ্যাড. কামাল উদ্দীন আহমদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচির নিদ্রায় শায়িত লায়ন শামশুল হক