মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাড. কামাল উদ্দীন আহমদের ইন্তেকাল

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২১ জানুয়ারি, ২০২৩ at ৯:১৪ পূর্বাহ্ণ

সাবেক ডিভিশনাল স্পেশাল পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কামাল উদ্দীন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)

গতকাল শুক্রবার বিকেল চারটায় নগরের আসকারদীঘির পাড়ের নিউ লাইফ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি লালদীঘি মাঠে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী গাড়ি আক্রমণের ঘটনার মামলার অন্যতম সাক্ষী ছিলেন।

তিনি স্ত্রী, পাঁচ কন্যা, জামাতা, চার ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল নয়টায় মরহুমের মরদেহ তার দীর্ঘদিনের সহকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রাখা হবে। সকাল ১০টায় হজরত মিসকিন শাহ (.) মাজার সংলগ্ন মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজগ্রাম ফটিকছড়ি ধর্মপুর গ্রামের আজাদী বাজারের মুন্দার বাড়িতে। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকমান্ডার আহমদ ছাপার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার নিন্দায় ফখরুল