গত জুলাই মাসের ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে চট্টগ্রামে গুরুতর আহত শ্রমিকদল নেতা আলী করিমের পাশে দাঁড়িয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতৃবৃন্দ। ড্যাবের নেতারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
আলী করিম গত জুলাই আন্দোলনে ৪ আগস্ট ২০২৪ তারিখে নিউমার্কেট এলাকায় রাজপথে আন্দোলনে থাকা অবস্থায় ফ্যাসিবাদের দোসরদের নির্মম আঘাতে মারাত্মক ভাবে আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসারত ছিলেন। তিনি কিছুটা সুস্থ হয়ে বাসায় আসার পর গতকাল বুধবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. শাহ মুহম্মদ আমান উল্লা্যহ ও ডা. পারভেজ রেজা কাকনের নির্দেশে আলী করিমের চিকিৎসার খোঁজখবর নিতে তার বাসায় যান ড্যাবের একটি প্রতিনিধি দল। যার নেতৃত্ব দেন ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী। ডা.বেলায়েত হোসেন ঢালী বলেন,গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আলী করিমের মতো অসংখ্য নেতাকর্মী জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আলী করিমের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন,বিএনপি সবসময়ই তার নেতাকর্মীদের পাশে আছে এবং থাকবে। আলী করিমের চিকিৎসার সকল দায়িত্ব জিয়াউর রহমান ফাউন্ডেশন বহন করবে।
আলী করিমের পরিবারের সদস্যরা বিএনপির এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ডা. নুরুল করিম চৌধুরী, ডা.সাদ্দাম হোসেন, ডা. মেহেদী হাসান ইমাম, ডা. আরমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।