চট্টগ্রামাবাসীর প্রাণের দাবি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবেদন

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভা

| রবিবার , ৪ ডিসেম্বর, ২০২২ at ১০:০০ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উন্নয়নে কালুরঘাট সেতুর বিকল্প নেই। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভা সংগঠনের স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে গতকাল শনিবার দৈনিক পূর্বকোণ কার্যালয়ে সংগঠনের মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, স্থায়ী পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম নুরুল হক, স্থায়ী পরিষদের সদস্য লায়ন মুহাম্মদ নুরুল আলম।

সভায় সভায় বৃহত্তর উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী যখন বলেন ‘চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব আমার কাঁধে’, ‘আমার মন চট্টগ্রামে পড়ে থাকে’, ‘চট্টগ্রামের জন্য আমার মন কাঁদে’ তখন আমরা আমরা চট্টগ্রামবাসী আশান্বিত হই। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম বঙ্গবন্ধু টানেল নির্মাণের মত সাহসী উদ্যোগ গ্রহণ করেছেন।

তাছাড়া দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণ করে আরেক যুগান্তকারী পদক্ষেপ উদ্যোগ নিয়েছেন। এসব জনগণের প্রতি ভালবাসা ও দেশপ্রেমের বহিপ্রকাশ। আপনার এমন সাহসিকতাপূর্ণ উন্নত মানসিকতা দেখে আমরা গর্ব এবং আশায় আস্থা রাখি। কিন্তু ঘাপটি মেরে বসে থাকা একটি অসাধু চক্র সব সময় সক্রিয় থাকে। ফলে আপনার সদিচ্ছা থাকা সত্তেও নেপথ্য ষড়যন্ত্রের কারণে চট্টগ্রামের কাঙ্খিত কিছু উন্নয়ন আলোর মুখ দেখছে না।

তারই একটি দেদীপ্যমাণ দৃষ্টান্ত কালুরঘাট সেতু এখনও বাস্তবায়ন না হওয়া। টানেলের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রাম ও কঙবাজারের যে সুফল উকি দিচ্ছে, কেবল কালুরঘাট সেতুর অভাবে সে সুফল শতভাগ ভোগ করা নিয়ে সংশয় দেখা দেবে। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় চট্টগ্রাম নগরের দীর্ঘদিনের অভিশাপ খ্যাত জলাবদ্ধতা নিরসনে একটি মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

কিন্তু অতি জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পটি বাস্তবায়নেও ধীরগতি এবং দীর্ঘসূত্রীতা ভর করেছে। ব্যয় ও মেয়াদ দুটিই বাড়লেও কাজ কখন শেষ হবে, তা নিয়ে অন্ধকারে আছে নগরবাসী। অথচ এ প্রকল্পের সঙ্গে নগরবাসীর জলাবদ্ধতামুক্ত নাগরিক জীবনের সম্পর্ক। তাই আমরা চাই, প্রকল্পটি কাজরে সঠিক মান বজায় রেখে বাস্তবায়ন করা হোক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহকার্স মার্কেটের মুখে এসি মেরামতের দোকানে অগ্নিকাণ্ড
পরবর্তী নিবন্ধরাউজান স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আলোচনা সভা