চট্টগ্রামবাসী সিআরবিতে হাসপাতাল চায় না

নাগরিক সমাবেশে বক্তারা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১১ পূর্বাহ্ণ

সিআরবি এলাকায় হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন না করার দাবি প্রধানমন্ত্রী, সরকারি বিভিন্ন সেবা সংস্থা এবং রেলওয়েকে চিঠি দিয়ে জানানো হয়েছে। চট্টগ্রামবাসী সিআরবিতে হাসপাতাল চায় না। চিঠি দেয়ার বিষয়টি জানানোর পরও তা বেমালুম ভুলে গিয়ে রেলমন্ত্রী মিথ্যাচার করছেন। গতকাল শনিবার সিআরবিতে নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন।
সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান বলেন, সিআরবিতে হাসপাতাল না করার বিষয়ে প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি। চট্টগ্রামের সকল সেবা সংস্থার সাথে যোগাযোগ করেছি। তাদের বিষয়টি জানিয়েছি। রেলকে আমরা লিখিতভাবে এসব বিষয়ে অবহিত করেছি। প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানিয়েছি।
এখন রেলমন্ত্রী বেমালুম তা ভুলে গেছেন নয়তো মিথ্যাচার করছেন। সমাবেশ থেকে রেলমন্ত্রীর এ মিথ্যাচারের নিন্দা জানাই। তাঁকে পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, সিআরবিতে হাসপাতাল নির্মাণের অর্থ চট্টগ্রামবাসীর বুকে ছুরি চালানো। আমার বুকে ছুরি চালিয়ে সিআরবিতে কোন হাসপাতাল আমরা হতে দেবো না। সমাবেশ থেকে অবিলম্বে চট্টগ্রামবাসীর আহ্বানে সাড়া দিয়ে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামবাসী সিআরবিতে হাসপাতাল চায় না। রেলমন্ত্রী বলেছেন, চট্টগ্রামের মানুষ না চাইলে জোর করে চাপিয়ে দেয়া হবে না। দীর্ঘ সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে চট্টগ্রামের আপামর জনসাধারণ জানিয়ে দিয়েছে চট্টগ্রামের ফুসফুস সিআরবিতে হাসপাতাল প্রকল্প চট্টগ্রামবাসী চায় না। আশা করি তিনি বিষয়টি বুঝতে পারবেন এবং অবিলম্বে সিআরবির প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে প্রস্তাবিত হাসপাতাল প্রকল্প বাতিল করবেন।
সাংস্কৃতিক সংগঠক প্রনব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশেদ হাসান, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, সাংবাদিক ঋত্বিক নয়ন, খেলাঘর, মহানগরের যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, যুব নেতা শিবু প্রসাদ চৌধুরী, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মাঈনুদ্দিন কোহেল, মনোজিত দাশ বর্মন, সুজিত চক্রবর্তী, মাসুদ হাসান উজ্জ্বল, আবৃত্তি শিল্পী বিপ্লব কুমার শীল, অ্যাডভোকেট অনির্বাণ দত্ত, অ্যাডভোকেট জায়দিদ, তাপস দেব, সাজ্জাদ হোসেন জাফর, মোস্তাফিজ উদ্দিন মাহিন, জসিম উদ্দিন, ইফতেখার হোসেন, মহিউদ্দিন হান্নান, জসিম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়াল রেপিস্ট সাগরের প্রেমের ফাঁদ
পরবর্তী নিবন্ধআইনজীবী অন্তর্ভুক্তি পেশায় আসার যোগ্য হলেন ৫৯৭২ জন