চকবাজারে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১০ অক্টোবর, ২০২০ at ১১:১৯ পূর্বাহ্ণ

চকবাজারে ছিনতাইকারী চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো আব্দুল আলিম জনি (১৯), এরফান (১৯), মো. সুমন (২৮) এবং মো. মিজান (১৮)। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামালসহ নগদ ৭০০ টাকা, ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ছোরা এবং একটি লোহার রড উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে জনি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানাধীন কলিমপুর গ্রামের আবদুল আজিজের ছেলে। সে নগরীর ডিসি রোডের মিয়ার বাপের মসজিদ সংলগ্ন মাসুদের ভাড়াঘরে বসবাস করতো। এরফান একই এলাকার লায়লা বাপের বাড়ির খাইরুল বশরের ছেলে। গ্রেপ্তার হওয়া সুমনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সে নবীনগর থানাধীন বড়াইল গ্রামের আবু সাহিদের ছেলে। সে কালাম কলোনির ভেতরে খোকনের ভাড়াঘরে বসবাস করতো।
অন্যদিকে মিজান চাঁদপুর জেলার শাহরাস্তি থানাধীন ডুসুয়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে কালাম কলোনির শফি হাজির ভাড়াঘরে বসবাস করতো। চকবাজার থানার ওসি রুহুল আমিন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় নিয়মিত মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধ‘ভার্চুয়াল ক্লাস ইডিইউকে অনন্য করে তুলেছে’