বান্দরবানে গ্রেপ্তার আরও দুই জন কারাগারে

কেএনএফের ব্যাংক ডাকাতি মামলা

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, হামলা, অস্ত্র লুটের মামলায় পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূরুল হকের আদালতে আসামিদের হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন রুমা দার্জেলিং পাড়া এলাকার সিম বমের ছেলে এন্ডুসরেন্ট বম (২১) ও বোয়াল তিলং বমের ছেলে জিরসাং লিয়ান বম (৪১)। বিষয়টি নিশ্চিত করে বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপপুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ ও টাকাঅস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া ২ আসামিকে আদালতে হাজির করা হলে আদালত অভিযোগ শুনে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে রুমাথানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ব্যাংকের অর্থ ও ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় এ পর্যন্ত নয়টি মামলা হয়েছে। তার মধ্যে থানচিতে ৪টি ও রুমায় ৫টি মামলায় ৮৪ জনকে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৪ জন নারীও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাগরে জ্বালানি অনুসন্ধান : দরপত্র কিনল ৭ বৈশ্বিক কোম্পানি
পরবর্তী নিবন্ধবিশ্বকে বদলে দেবে এমন বিশুদ্ধ সিলিকন তৈরির দাবি বিজ্ঞানীদের