ঘুম ভাঙেনি-ঘুম ভেঙেছে

বিপুল বড়ুয়া | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৭:২৬ পূর্বাহ্ণ

ধলপহরে ফর্সা আকাশ ভোরের ফুটিফুটি
আড়মোড়া কী ভাঙছে দেখো মোরগ একটি দুটি।

লতা-পাতা-ফুলকলিতে ঘুমের ছোঁয়া ভাঙা
সেই ফোটা নীল অপরাজিতা কেমন লাজে রাঙা।

মেঠোপথের ধুলোর চাদর মনকাড়া ঝলমল
পা পড়েনি-কেউ ছোঁয়নি জংলা খাডির জল।

উড়বে পাখি কোথায় যেনো গোছায় বাসা খান
সূর্য ওঠে পুব আকাশে শিরদাঁড়া টান টান।

নদী আহা ঘুমিয়েছিলো-এই তো গেল টের
চুপে চুপে হাতায় কারা জাক দেয়া মাছ ঘের।

ভাঙাচোরা সাঁকোর বুকে কেউ ফেলেনি পা
আয়েশ করে হেঁটে বেড়ায় তিনটা দোয়েল ছা।

ফর্সা আকাশ-আলোয় রাঙা চারদিকে থই সাড়া
ঘুমেই ছিলো-ঐ জেগেছে পাল-ঘরামির পাড়া।

ঘুম ভেঙেছে-ঘুম ভাঙেনি মধুর এসব ছবি
কাব্য কথায় লিখেই রাখে ঘরছাড়া এক কবি।

পূর্ববর্তী নিবন্ধআকাশ ছুঁয়ে দেখি
পরবর্তী নিবন্ধমরণফাঁদ