আকাশ ছুঁয়ে দেখি

ফারুক হাসান | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

তোমরা সবাই আকাশ পারের
ওই নদীটা চেন?
বলতে পার, সেখান থেকে
বৃষ্টি ঝরে কেন?

ভাবুক মনে হাজার রকম
ভাবনা আসে কত!
দিকবিদিকে মন ছুটে যায়
অধীর অবিরত।

মেঘগুলো সব উড়ে বেড়ায়
মন ভালো নেই রত্তি,
মেঘের নদী বৃষ্টি ঝরায়-
এটাই জেনো সত্যি।

ভাবনাগুলো মেঘ হতে চায়
উড়তে যাবে সেকি!
ইচ্ছেটা হয় মেঘ হয়ে যাই
আকাশ ছুঁয়ে দেখি।

পূর্ববর্তী নিবন্ধবর্ষাকালে
পরবর্তী নিবন্ধঘুম ভাঙেনি-ঘুম ভেঙেছে