গুপ্ত জনম

নৈরিৎ ইমু | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:৪০ পূর্বাহ্ণ

কী যে বিশ্রি সময় তাড়া করছে আমায়
আমি কোন্‌ বনে যাই, করি আত্মগোপন;
ছায়া কল্পতরুর কাঁপে দীর্ঘধূসর
ভাবি পাস্তুরায়ন হবে জিন্দেগিটার।

ডাকে হলদে পাখির ছানা মিষ্টি ভীষণ
দেখি কষ ঝরা গাছ, কতো যৌনকাতর;
মায়াচক্ষু হরিণ চলে সঙ্গীবিহীন
দুটো জ্বলজ্বলে সাপ হলো সঙ্গমে লীন।

আমি সেই নিরালায় দেবো বিস্মৃত ডুব
ভালো এই মুখোশের থেকে বন্যমানুষ
ঘৃণা বাষ্প হবার পরে বাঁধবে জমাট
তবু সম্ভাবনার মেঘে কাটবো সাঁতার!

বলো কোন্‌ বনে যাই, করি আত্মগোপন
ঘোলা ফাল্‌গুনী চাঁদ করে রক্ত শীতল।

পূর্ববর্তী নিবন্ধঅপার বেদনার পথে
পরবর্তী নিবন্ধপ্রকৃতি