গাজীর হালদা রোডের সংস্কার চাই

| বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

উত্তর হালিশহর ২৬ নং ওয়ার্ডের অন্তর্গত নওয়াজিশ খান চৌধুরী বাড়ির উত্তর পাশ ঘেঁষে যে রাস্তাটি আঁকাবাঁকা গতিতে পশ্চিমে রেললাইন ডিঙিয়ে সোজা পশ্চিম দিকে পোর্ঢ কানেক্টিং রোড (টোল রোড) এবং বে- টার্মিনাল পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। এলাকাতে সেটা গাজির হালদা রোড হিসেবে পরিচিত। এ রাস্তাটির দৈর্ঘ্য আনুমানিক দুই হাজার ফুট। প্রস্থ ১২ থেকে ১৮ ফুট। এ রাস্তাটি ঈঝ জরিপ, জঝ জরিপ, চঝ জরিপ সহ বর্তমান ইঝ জরিপ ম্যাপে পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল হতে বাংলাদেশ আমলের এই পর্যন্ত কোনো দিন সংস্কার করতে দেখিনি। ফলে রাস্তাটির জরাজীর্ণ অবস্থা চরমে উঠেছে। এক সময়ে রাস্তাটি একেবারে গুরুত্বহীন ছিল। বর্তমানে এই রোড সরকারের নির্মাণাধীন বে-টার্মিনাল পোর্ট কানেক্টিং রোড এবং আর্টিলারি স্কুল এন্ড ট্রেনিং সেন্টার সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এই রাস্তার সাথে সংযুক্ত। বর্তমান সময়ের সমুদ্র উপকূলে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনকে এই রাস্তা দিয়ে আসা-যাওয়া করতে হয়। এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধান চাষ ও রবি শস্যের চাষ সহ বিভিন্ন রকমের চাষাবাদ হয়। আছে বেশ কয়েকটা গরুর খামার, মৎস্য খামার সহ অনেক রকমের কর্মব্যস্ততা। যার কারণে এই রাস্তা দিয়ে রাত দিন বহু লোক সীমাহীন কষ্ট ভোগ করে চলাচল করে। এই রাস্তা সংস্কার হয়ে গেলে এখানে অনেক বাড়ি ঘর হবে। এ বাড়িঘর গুলো থেকে মোটা অংকের ট্যাক্স পাবে চসিক। ইতিমধ্যে চসিক এর পক্ষ হতে আপনি ২১৬১ কোটি টাকার বেশি প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন। এই বাজেট দেখে আমরা ভুক্তভোগী এলাকাবাসী আশ্বস্ত হয়েছি। এই বাজেট ঘোষণা কে আমরা অভিনন্দন জানাই। আমাদের কাউন্সিলর সাহেব উত্তর হালিশহর এর সব প্রকল্প গুলোর মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে ‘গাজীর হালদা রোড’ প্রকল্পটি এক নম্বরে রাখবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। এজন্যে তাকে ধন্যবাদ জানাই। সুতরাং মাননীয় মেয়র সাহেবের কাছে একান্ত অনুরোধ মেহেরবানী করে যত তাড়াতাড়ি সম্ভব গাজীর হালদা রোড সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবেন। তা না হলে রাস্তাটি অচিরেই ভূমিদস্যুদের হাতে চলে যাবে।
তাহেরুল আমিন চৌধুরী, নওয়াজিশ খান চৌধুরী বাড়ি, উত্তর হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধক্ষুদিরাম বসু : স্বাধীনতা সংগ্রামের সর্বকনিষ্ঠ বিপ্লবী
পরবর্তী নিবন্ধনিত্য