গণফোরাম নেতৃবৃন্দের চট্টগ্রাম সফর

| শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সফরে এসেছেন গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকালে সংগঠনটির চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সংসদ সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. আ.ও.ম শফিক উল্লাহ।
চট্টগ্রাম মহানগর গণফোরামের সভাপতি মুজিবুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গণফোরামের কেন্দ্রীয় নেতা শাহ নুরুজ্জামান, আব্দুর রহমান জাহাঙ্গীর, শফিউর রহমান খান বাচ্চু, নাজমুল ইসলাম সাগর, চট্টগ্রাম মহানগর গণফোরাম নেতা ফসিউল আলম, আলা উদ্দিন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আদিল আহমদ, বেলাল হোসেন শান্ত, তৃষ্ণা প্রমুখ। বক্তরা দেশে দুর্নীতি, দুঃশাসন, অনিয়ম ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কার্যকর গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ যেন নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও দলীয় সরকারের বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমাজ জীবনানন্দের নষ্ট শসা
পরবর্তী নিবন্ধরামপুর একতা সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন