গঙ্গারিডাই

শাহীন মাহমুদ | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২৩ পূর্বাহ্ণ

গঙ্গারিডাই হতে বঙ্গদেশ
অঙ্গ, বঙ্গ, আর পুণ্ড্র যায় হোক
বুকে টানে ফার্সি ‘ আল’ প্রত্যয়
আমরা বনে যায় বাঙ্গাল।
এক বাঙ্গাল আমি
কবিতা আমাকে খেয়ে ছুঁড়ে ফেলে
চলে গেছে বাংলিশ দেশে
বসন্তবাউরি পাখিও খুঁজছে আশ্রয়
আমি উবু হয়ে পরে আছি পোয়াতির ভয়ে
অপেক্ষায় আছি যদি কেউ তুলে নেই
কষ্ট করেও আবার প্রসব করবো
একটা সবুজ বর্ণমলা
সালাম,রফিক, জব্বারের রক্তে রাঙনো
সেই সনাতন বঙ্গভূমি।

পূর্ববর্তী নিবন্ধমাটিগন্ধা বুকে
পরবর্তী নিবন্ধআগুন জ্বলে