মাটিগন্ধা বুকে

মোস্তফা হায়দার | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২৩ পূর্বাহ্ণ

তোমাকে ডাকতে যেতে হয় মা- মাটির কাছে
চোখের জলে ভাসাতে হয় বুকের ছাতিম
ইশারায় কাবু হতে হাত ধরি বাংলা বর্ণমালার
স্বরবর্ণ আর ব্যঞ্জন বণের্র মিলন যখন নাচে।

তোমাকে কতভাবেই ডাকা যায় মনের রঙে
কোনো রঙই ভালোবাসার হিসেব দেয় না
যখন কর্পোরেট দেয়ালে হাতের ইশারা দেখি
তখন ভালোবাসি বলি মায়ের ভাষার ঢঙে।

ভাবতে ভাবতে কারা যেন দাঁড়িয়েছে দু’হাতে
তামাটে গন্ধে মনের আনন্দে ভাষার করেছে জয়
রক্তের শোকেসে কবিতার মায়ায় ভাষার জন্ম
বিদেহী শোকে খাটিয়ার জয় হোক ভাষার কাঁধে।

মাটিগন্ধা বুকে চড়ে বাংলা বর্ণমালার জয়
মা ডাকটি দাঁড়ানো বিশ্ববাসির জয় করা হৃদয়।

পূর্ববর্তী নিবন্ধছায়া মানবী
পরবর্তী নিবন্ধগঙ্গারিডাই