আগুন জ্বলে

সাঈদুল আরেফীন | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২৪ পূর্বাহ্ণ

প্রতিদিন ভোর আসে লাশের গন্ধ হয়ে,
এখনো ভারি বাতাসে চাঁপা কান্নার সুর এখানে
ওখানে দেশজুড়ে। অঝোাপাড়া গাঁয়ে মিছিলে মিছিলে
কালোমেঘের আড়ালে বর্ণমালা কেঁদে যায়
মধ্যরাত পেরোলেই।
সবুজদ্বীপের ভেতরেই ঝরে তীব্র আলোর আহ্বান
বিলিয়ে দেয় নক্ষত্রপুঞ্জের রাঙা আহাজারি
কৃষ্ণচূড়ার রক্তিম ডালে ডালে সুরলহরী বাজে শহীদী আত্মার
রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান, শহীদ মিনারে ফুলেলায়িত সমাবেশ
রক্ত ঝরা বিকেলের দৃশ্যপট চোখের কোণে
স্মৃতির দুয়ারে আগন্তক মন জাগে -চাটগাঁয় রচিত
কবিতা-কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি,
কিম্বা অগ্নিঝরা ছড়াকাব্যে একুশ আসে, একুশ যায়
ভাষাহতের দাবি ম্রিয়মাণ হয়ে পড়ে রয়
হাজার বছরের বাংলায় এখনো এই ঝরা সন্ধ্যায়
রক্তে ক্ষোভের আগুন জলে বাংলা নামের দেশে।

পূর্ববর্তী নিবন্ধগঙ্গারিডাই
পরবর্তী নিবন্ধরক্তাক্ষর